এভারেস্ট জয় অমিতাভ বচ্চনের
পর্বতারোহণে মজেছেন অমিতাভ বচ্চন , বন্ধুর জন্য এভারেস্ট জয়ের পণ নিয়েছে তিনি।
সূরজ বার্জাতিয়ার
পরিচালনায়
‘উঁচাই’ সিনেমার
জন্য এই কাণ্ড
করেছেন|
অভিনেতার এই সফরের সঙ্গী হয়েছেন অনুপম খের ও বোমন ইরানি
,
ড্যানি ডেনজংপা
।
ফ্রেন্ডশিপ ডে-তে ছবির টিজার প্রকাশ্যে এসেছিল। প্রকাশ করা হল ট্রেলার।
২০২২ সালে এপ্রিল মাসে শেষ হয়েছে ‘উঁচাই’-এর শুটিং।
সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর
।